বিদ্যালয়টি ২০০০ইং সনে বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠাতা জনাব মাহমুদ -উস-সামাদ চৌধুরী। ইহা সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার, নূরপুর গ্রামে অবস্থিত। উপজেলা সদর হইতে ১কি: মি: দক্ষিণ-পশ্চিমে সিলেট মৌলভীবাজার মহাসড়কের পাশে অবস্থিত। বিদ্যালয়টিতে ৫তলা বিশিষ্ট একটি ভবন রয়েছে। বর্তমানে আরও একটি ভবন নির্মানাধীন রয়েছে।
বিদ্যালয়টি ২০০০ইং সনে নিমণ মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ৬ষ্ঠ শ্রেণীর পাঠদান শুরম্ন হয় । ২০০৩ সনে অষ্টম শ্রেণী পর্যমত্ম পাঠদান উন্নতি হয়। ২০০৪ইং সনে নবম শ্রেণীর পাঠদান অনুমতি সংশিস্নষ্ঠ বোর্ড হইতে পাওয়া যায়। ২০০৬ইং সনে নিজ বিদ্যালয়ের নামে এস.এ.সি পরীক্ষায় ছাত্রীরা অংশ গ্রহন করে। বিদ্যালয়টি ২০১০ ইং সনে মাধ্যমিক সত্মর পর্যমত্ম এমপিও ভূক্ত হয়। ২০১১-২০১২ শিক্ষা বর্ষ হতে একাদশ শ্রেণী চালু করা হয়। বর্তমানে বিদ্যালয়টি কলিজিয়েট বিল্যালয়ে রম্নপামত্মরিত হয়েছে। ইহা ফেঞ্চুগঞ্জ উপজেলার একমাত্র মহিলা কলিজিয়েট বিদ্যালয়।
ছাত্রির সংখ্যা (শ্রেণী ভিত্তিক):
৬ষ্ঠ | ৯৪ |
৭ম | ১২৫ |
৮ম | ৯৬ |
৯ম | ১০২ |
১০ম | ৯৬ |
একাদশ | ৬৪ |
সর্বমোট | ৫৭৭ জন |
পরিচালনা কমিটির তথা ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দের নামের তালিকা:
i. জনাব, মাহমুদ-উস-সামাদ চৌধুরী(সভাপতি)
ii.জনাবা, ফারজানা চৌধুরী(শিক্ষানুরাগী সদস্য)
iii.জনাব, সাহিদ-উস-সামাদ চৌধুরী(দাতা সদস্য)
iv.জনাব, মঈন উদ্দিন আহমদ (অভিভাবক সদস্য)
v.জনাব, ফখরম্নল ইসলাম (অভিভাবক সদস্য)
vi.জনাব, মোঃ আয়নুল হক (অভিভাবক সদস্য)
vii.জনাব, মঞ্জু ধর (অভিভাবক সদস্য)
viii.জনাবা, সুরাইয়্যা খানম চৌধুরী(সংরক্ষিত মহিলা সদস্য)
ix.জনাবা, ডলি বেগম (শিক্ষক প্রতিনিধি)
x. জনাবা, অজমত্মা রায় (শিক্ষক প্রতিনিধি)
xi.জনাব, নিউটন রায় (শিক্ষক প্রতিনিধি)
xii.জনাব, রবীন্দ্র কুমার নাথ(অধ্যক্ষ ও সদস্য সচিব)
বিগত ৫বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল:
৮ম | ১০ম |
২০০৮--- | ৬৩.৬৯% |
২০০৯--- | ৮১.২৫% |
২০১০-৫৯.৫৭% | ৮২.১৪% |
২০১১-৬৬.৪৩% | ৬৩.৯৩% |
২০১২--- | ৮৫.৫২% |
৬ষ্ট শ্রেণী- টেলেন্টপুল বৃত্তি-১টা
সাধারন বৃত্তি- ১টা
জাতীয় শিশু পুরস্কার ২০১২:
ক) আবৃত্তি প্রতিযোগীতায় অংশগ্রহণ কারীর নাম:
ছন্দা রানী চৌধুরী(৯ম ) ২য় স্থান
খ) সিলেট জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১২:
আয়োজনে:- জেলা মহিলা ক্রীড়া সংস্থা সিলেট।
গোলক নিক্ষেপ: ১। নাছিমা বেগম ৯ম শ্রেনী ১ম স্থান।
গ) ১০০মি.দৌড়:
১। নাছিমা বেগম ৯ম শ্রেনী ৩য় স্থান।
ঘ) ৪০০মিটার রিলে(যোগাযোগ দেŠড়):
১। জিউলী বেগম ৮ম শ্রেনী
২। জেসমিন বেগম ৮ম শ্রেনী ২য় স্থান
৩। নাছিমা বেগম ৯ম শ্রেণী
৪। আরিনা বেগম ৯ম শ্রেণী
একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালুকরা।
সড়ক, নৌপথ, রেলপথ।
মেধাবী ছাত্রীবৃন্দ: ১। তাজবিন জাহান
২। আবিদা আক্তার
৩। সামিরা আক্তার
৪। প্রীতি আহমদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস