সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী আল আমিন জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসাটি সুলতানপুর গ্রামে অবস্থিত। অত্র গ্রাম ও তার আশ-পাশে কোন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগীদের উদ্যোগে ১৯৮৫ইং সনে অত্র প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতি বৎসর ইবতেদায়ী ৫ম শিক্ষা সমাপনী, দাখিল অষ্টম(জেডিসি) এবং দাখিল চুড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠানটি ইলমে ওহীর জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। রয়েছে।
সুলতানপুর গ্রাম ও তার আশেপাশে কোন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অত্র গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগীদের উদ্যোগে ১৯৮৫ইং সনে অত্র এলাকায় একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহিত হয়। সুলতান পুর গ্রামের বিশিষ্ট ব্যক্তি জনাব মোঃ শামসুল হক প্রতিষ্ঠানের জন্য ভূমি দান করেন এবং মানিককোণা গ্রামের বিশিষ্ট ব্যক্তি জনাব হাজী মাহবুবুর রহমান কর্তৃক গৃহ নির্মাণের মাধ্যমে মাদরাসাটি প্রতিষ্ঠা লাভ করে। অত:পর ০১/০১/১৯৯৮ইং তারিখে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক একাডেমিক অনুমোতি লাভ করে। পর্যায়ক্রমে ০১/০১/২০০১ই তারিখ হইতে ১ম স্বৃীকৃতি পায়। সর্বশেষ ০৯/০৫/২০০২ইং তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় হতে মাদরাসাটি এমপিও ভূক্ত হয়। উ&&ল্লখ্য যে, ১৯৯৯ ইং হতে ২০১২ইং পর্যন্ত উক্ত মাদরাসার পাঠদান কার্যক্রম সুচারুরূপে পরিচালিত হচ্ছে। এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষা সমূহে অংশগ্রহণ করে সফলতার ধারা অব্যাহত রয়েছে।
ছাত্র-ছাত্রীর সংখ্যাঃ ৪৭৫ জন।
শ্রেণি | ছাত্র-ছাত্রী সংখ্যা | শ্রেণি | ছাত্র-ছাত্রী সংখ্যা |
১ম | ২৩ | ৬ষ্ঠ | ৩৫ |
২য় | ২৫ | ৭ম | ৪৪ |
৩য় | ২৭ | ৮ম | ১০৫ |
৪র্থ | ৩৮ | ৯ম | ৭২ |
৫ম | ৩২ | ১০ম | ৭৪ |
ম্যানেজিং কমিটি।
বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফলঃ
পাশের সন | পাশের হার |
২০০৮ | ৯৩.৭৫% |
২০০৯ | ৬১.১১% |
২০১০ | ১০০% |
২০১১ | ৯৩.৫৫% |
২০১২ | ৯৭.৫৬% |
(ক) বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড এর অধীনে ২০০৩ সনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১৭তম স্থান অর্জন।
(খ) ১৯৯৮ইং সন থেকে ২০১১ইং পর্যন্ত বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মোট ২৯টি বৃত্তি লাভ করে।
(গ) ১৯৯৯ ইং হতে ২০১২ইং পর্যন্ত দাখিল পরীক্ষায় ১০টি এ+ অর্জন।
(ঘ) ২০১০-১১ইং পর্যন্ত জেডিসি পরীক্ষায় ৪টি বৃত্তি লাভ করে।
(ঙ) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০০২ইং কর্তৃক আল আমিন জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট ফেঞ্চুগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত।
(চ) ২০০৬ইং ফেঞ্চুগঞ্জ ফাউন্ডেশন ও নূরুল হক এডুকেশন ট্রাস্ট ইউকে কৃর্তক অত্র মাদরাসার সুপারিনটেনডেন্ট ফেঞ্চুগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত।
অত্র প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে কামিল শ্রেণী পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
আল আমিন জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, সুলতানপুর, ডাকঃ মানিককোণা, উপজেলাঃ ফেঞ্চুগঞ্জ, জেলাঃ সিলেট। মোবাইলঃ ০১৭১২৩০৩৪২১।
মেধাবী ছাত্রবৃন্দঃ দাখিল পরীক্ষা-২০১২
ক্রমিক | ছাত্রবৃন্দের নাম | প্রাপ্ত ফলাফল |
০১ | লিমা বেগম | জিপিএ-৫ |
০২ | জাকিয়া সুলতানা | জিপিএ-৫ |
০৩ | সামছুন নাহার | জিপিএ-৫ |
০৪ | হাসনীন নাহার | জিপিএ-৫ |
০৫ | মাহমুদুল হাসান | জিপিএ-৫ |
০৬ | ইবাদত হোসাইন | জিপিএ-৫ |
জেডিসি-২০১১
ক্রমিক | ছাত্রবৃন্দের নাম | বৃত্তি লাভ |
০১ | মোঃ সাইদুর রহমান | টেলেন্টফুল |
০২ | মোঃ আব্দুল কাইয়ুম | ঐ |
০৩ | রাশেদা আহমদ চৌধুরী | সাধারণ |
০৪ | রিতা জন্নাত | ঐ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস