মাইজগাও - সারকারখানা সড়কের পাশে ঠিলা বেষ্ঠিত মনোরম পরিবেশে অবস্থিত।
কলেজটি ১লা জুলাই ১৯৭০ সাল হইতে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক শ্রেণি হিসেবে এবং চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের অধীনে ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষ হইতে স্নাতক শ্রেণি স্বীকৃতি প্রাপ্ত হয়।
একাদশ শ্রেণি - ৩০৯ জন, দ্বাদশ শ্রেণি - ২৮৫ জন, ডিগ্রি ১ম বর্ষ - ২৬৩ জন, ডিগ্রি ২য় বর্ষ - ৭৮ জন এবং ডিগ্রি ৩য় বর্ষ - ১০৬ জন।
জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী, সংসদ সদস্য, সিলেট - ০৩ ,
সভাপতি, গভর্নিং বডি, মেয়াদকাল - ২৩/০৩/২০১৩ ইং
বিগত ৫ বছরের সমাপনী পাবলিক পরীক্ষার রেজাল্ট
এইচ এস সি
সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
২০০৭ | ১৭৮ | ১১৮ | ৬৬.২৯% |
২০০৮ | ১৫৫ | ৮৯ | ৫৭.৪২% |
২০০৯ | ১৪৪ | ১০০ | ৬৯.৪৪% |
২০১০ | ১৪৪ | ৯৯ | ৬৮.৭৫% |
২০১১ | ২৬২ | ১৮৫ | ৭০.৬১% |
ডিগ্রি (পাস)
সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
২০০৬ | ২০ | ৫ | ২৫% |
২০০৭ | ৪২ | ২৭ | ৬৪.২৮% |
২০০৮ | ৩৮ | ২৬ | ৬৮.৪২% |
২০০৯ | ১৪ | ৭ | ৫০% |
২০১০ | ৫৭ | ৪৯ | ৮৬% |
কলেজ বৃত্তি, ছাত্রী উপবৃত্তি এবং সরকারী বৃত্তির ব্যবস্থা রহিয়াছে।
আন্ত: কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় জালালাবাদ অঞ্চলে ১৯৭৫ সাল হইতে কয়েকবার চ্যাম্পিয়ন এবং কুমিল্লা বোর্ড আয়োজিত বিভাগীয় পর্যায়ে চার বার চ্যাম্পিয়ন ও ২ বার রানার্স আপ হইয়াছিল।
কলেজে অনার্স কোর্স খোলার আবেদন করা হইয়াছে এবং শিক্ষকদের আবাসন ও ছাত্রদের হোষ্টেল তৈরীর পরিকল্পনা রহিয়াছে।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, ফেঞ্চুগঞ্জ, সিলেট।
মিলি আক্তার - স্নাতক , রহিমা খাতুন - স্নাতক, মাজেদা খাতুন - দ্বাদশ শ্রেণি, মোঃ রায়হান আহমদ - দ্বাদশ শ্রেণি, উজ্জল কান্ত দাস - দ্বাদশ শ্রেণি, নূরুন্নাহার - দ্বাদশ শ্রেণি, এহসানুল করিম- দ্বাদশ শ্রেণি, মোঃ সাহেদুর রহমান - দ্বাদশ শ্রেণি, মোঃ সোহান মিয়া - দ্বাদশ শ্রেণি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস