উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সটি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ কমপ্লেক্সের পূর্ব পাশে অবস্থিত। ইহা সিলেট শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত। ইহার নির্মাণ কাজ চলছে। অতি শিঘ্রই ইহা উদ্বোধন হতে যাচ্ছে।
বর্তমানে বহি:বিভাগে আগত রোগী দেখা সহ জরুরী বিভাগ, স্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কার্যক্রম চলছে।
অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের অধিনে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ২টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ১২টি চালুকৃত কমিউনিটি ক্লিনিক-এ স্বাস্থ্য সেবা সহ ১টি স্থায়ী টিকাদান কেন্দ্র ও ২৪০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে ইপিআই কার্যক্রম চলছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস