১। জনাব আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী
সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন নূরপুর গ্রামের বাসিন্দা তিনি। তিনি তাহার মানব সেবার মহত পেশা দিয়ে এলাকার দরিদ্র মানুষের সেবা করে আসছেন। তিনি শিক্ষানোরাগী হিসেবে পরিচিত। এলাকার ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে তাহার বিকল্প নেই। তিনি উপজেলার দরিদ্র ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলার জন্য তাহার বাড়ীর পাশে স্কুল কলেজ স্থাপন মসজিদ হিফজ খানা তৈরি করেন এছাড়া ও তিনি বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজে তাহার অবদান রয়েছে।
২। ইউছুফ আলী চৌধুরী
২। ফেঞ্চুগঞ্জ উপজেলার আর একজনের নাম বললেই নয় যার নাম ইউছুফ আলী চৌধুরী তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার কাজী বাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি তৎকালীন বৃট্রিশ জাহাজের সায়রং হিসেবে চাকুরী করতেন চাকুরীর কাজের জন্য তিনি কলতাকাতায় ছিলেন ।তিনি নিজ উপজেলার অথিতি মেহমানদের জন্য সরস খানা স্থাপন করেন। এভাবে তিনি ফেঞ্চুগঞ্জ এলাকাবাসীকে শিক্ষিত করে তোলার জন্য প্রথমে তিনি কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের স্থাপন করেন তাছাড়া ইউছুফ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মসজিদ এমনকি কলকাতায় ও মসজিদ স্থাপনের জন্য যথেষ্ট ভুমিকা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS